পাবনার ভাঙ্গুড়ায় গলায় ফাঁস লাগিয়ে বিএম হাসান (১৪) নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে।ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে সে আত্মহত্যা করেছে। আজ সোমবার সকালে নিজ বাড়ি থেকে ওই স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
বিএম হাসান পৌরশহরের চৌবাড়ীয়া বিশ্বাসপাড়া মহল্লার আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে ও সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, ওই স্কুল ছাত্র কিছু দিন আগে তাঁর বাবার কাছ থেকে একটি মোটরসাইকেল কিনে চেয়েছিল। কিন্তু দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় ছেলেকে মোটরসাইকেল কিনে দিতে পারেনি তাঁর পিতা । এতে অভিমান হয় হাসানের। রোববার রাতে বাড়ির লোকজন সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে জানালার গ্রীলের সাথে ছেলের মরদেহ ঝুলে থাকতে দেখেন তাঁর মা।
এবিষয়ে থানার এসআই আনোয়ারুল ইসলাম জানান, স্কুল ছাত্র হাসান তাঁর বাবার কাছে একটা মোটরসাইকেল কিনে চেয়েছিল। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
#চলনবিলের আলো / আপন