রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন

ই-পেপার

নাটোরে স্ত্রী-শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যা;স্বামী আটক

সুজন কুমার,নাটোরঃ
আপডেট সময়: রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২, ৯:২০ অপরাহ্ণ

নাটোর সদর উপজেলার উত্তর চৌধুরী পাড়া এলাকায় পারিবারিক কলহ কে কেন্দ্র করে স্ত্রী মাসুরা বেগম(২৩) ও শিশু কন্যা মাহফুজা(৩) কে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী আব্দুস সাত্তার। এ ঘটনায় স্বামী আব্দুস সাত্তারকে আটক করেছে পুলিশ। আটক আব্দুস সাত্তার একই এলাকার মৃত হযরত আলীর ছেলে। তিনি একজন পুরাতন কাপড়ের ব্যবসায়ী।রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার উত্তর চৌধুরী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ৫-৬ বছর আগে সদর উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মাসুরা খাতুনের সাথে আব্দুস সাত্তারের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাতের কোন এক সময় আব্দুস সাত্তার তার স্ত্রী মাসুরা বেগম ও কন্যা মাহমুদাকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখে। সকালে ঘরে তালা ঝুলিয়ে তিনি বাড়ির বাইরে চলে যান। দুপুরে বাড়ি ফিরে আসার পরে আবারও ঘরের দরজা বন্ধ করে দেন। এসময় প্রতিবেশী ও স্বজনদের সন্দেহ হলে তারা আব্দুস সাত্তার ও তার স্ত্রীর নাম ধরে ডাকাডাকি শুরু করে।
কিন্তু ঘরের দরজা না খুলে আব্দুস সাত্তার চিৎকার করে স্ত্রী ও মেয়েকে হত্যার কথা বলেন। পরে প্রতিবেশীসহ স্বজনরা দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা মৃতদেহ দুটি নামিয়ে চৌকির ওপর শুইয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুস সাত্তারকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের জানান,খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ও স্বামী আব্দুস সাত্তারকে আটক করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে আমাদের ধারণা। তবে তদন্ত চলছে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর