নগরীর আমানতগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তামিম ইসলাম (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। নিহত তামিম নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার তালুকদার বাড়ির বাসিন্দা মাইনুল ইসলাম তালুকদারের ছেলে। শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে নগরীর বাজার রোড থেকে উত্তর আমানতগঞ্জে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে সে গুরুত্বও আহত হয়।
#চলনবিলের আলো/আপন