আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন নরসিংহপুর গ্রামে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পানিতে ডুবে রিয়া মনি (৪) নামের এক শিশু মারা গেছে।
হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, ওই গ্রামের কামাল হোসেন দপ্তরির চার বছরের শিশু কন্যা রিয়া মনি পরিবারের সবার অজান্তে খেলার ছলে বাড়ির পুকুরে পরে যায়। অনেক খোঁজাখুজির পুর বাড়ির লোকজনে পুকুর থেকে রিয়া মনিকে উদ্ধার করে। মুমূর্ষ অবস্থায় রিয়া মনিকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।