পাবনার টেবুনিয়ায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আরজু খা (২৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৩ জানুয়ারি দুপুরে পাবনা-টেবুনিয়া মহাসড়কের শামসুলহুদা ডিগ্রী কলেজ গেটের সামনে। সে গাছপাড়া খাঁপাড়া গ্রামের আব্দুল রাজ্জাক মধুখার ছেলে। নিহত ব্যক্তি পাবনা দিশারী লাইব্রেরিতে কর্মরত ছিলেন। বিষয়টি পুলিশ নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন দুপুরে আরজু খাঁ মোটরসাইকেল যোগে আরজু খাঁ টেবৃনিয়ায় যাচ্ছিলেন। এসময় পাবনা থেকে বালূভর্তি একটি ড্রাম ট্রাক দ্রুত তাকে পাশকাটিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটি চাপা দিলেই ঘটনাস্থলেই হেলমেট পরিহিত অবস্থায় সে মারা যায়। পরে সদর থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে পাবনা মর্গে প্রেরন করেছে।
#চলনবিলের আলো/আপন