টাঙ্গাইলের ভূঞাপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহর বাসভবন। রবিবার (২৩ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার পৌর এলাকার ফসলান্দিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে আহত হয়েছেন চেয়ারম্যানের ফুফু জেলেমন বেগম (৮৫)। ক্ষতি হয়েছে প্রায় অর্ধ কোটি টাকার আসবাবপত্র।
সরেজমিনে জানা যায়, উপজেলার গাবসারা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহর ফসলান্দিস্থ বাসভবনে ভোর ৪টার দিকে হঠাৎ আগুন লাগে। মুহুর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে পুড়ে যায় পুরো বাসভবন। আগুনে ˜গ্ধ হন বাড়িতে থাকা চেয়ারম্যানে ফুফু জেলেমন বেগম। ক্ষতি হয়েছে প্রায় অর্ধ কোটি টাকার আসবাবপত্র।
ভূঞাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে নগদ টাকাসহ পুরো বাসভবনের আসসাবপত্র পুড়ে গেছে। দগ্ধ হয়েছে এক বৃদ্ধা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে দগ্ধ বৃদ্ধাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।