বরিশালের আগৈলঝাড়ায় ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে ৫জন আহত হয়েছে। আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকালে আগৈলঝাড়া-মাগুড়া সড়কে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে গৈলা গ্রামের মৃত আব্দুর রহমান মুন্সির ছেলে ডালিম মুন্সি (৩৬), সাহেবেরহাট গ্রামের বিবেকানন্দ সরকারের ছেলে বিক্রম চন্দ্র সরকার (২৪), আস্কর গ্রামের বুদ্ধিশ্বর অধিকারীর ছেলে সুমন্ত অধিকারী (৬৫), একই এলাকার আবুল খায়েরের ছেলে এমদাদ হোসেন (৩৫) ও সুজনকাঠি গ্রামের আব্দুল জব্বার মোল্লার ছেলে ওমর ফারুক (২৩) আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সমীরণ হালদার জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।