জেলার মুলাদী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় নিরব ঘরামী (১২) নামের এক শিশু নিহত হয়েছে। সে (নিরব) দরিচর লক্ষীপুর গ্রামের শফিক ঘরামীর ছেলে।
শনিবার সকালে মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি ঘাতক পিকআপ ভ্যানসহ চালক রুবেলকে আটক করা হয়েছে। ওসি আরও জানান, এরপূর্বে শুক্রবার বিকেলে শিশু নিরব বাসস্ট্যান্ড এলাকার রাস্তা পারাপারের সময় পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুত্বর অবস্থায় আহত নিরবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
#চলনবিলের আলো / আপন