তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিধি-নিষেধ না মেনে বিএনপি কর্মসূচি চালালে করোনা সংক্রমণের দায় তাদেরকে নিতে হবে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর মিন্টো রোডের বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। সরকার জনস্বার্থে বিধি-নিষেধ জারি করেছে বলেও দাবি করেন তিনি। এ সময় স্বাস্থ্যবিধি মেনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা এবং ভোট গ্রহণ করার আহ্বান জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। তবে বিএনপি নেতারা করোনা ও করোনার টিকা নিয়ে মিথ্যাচার করছেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা আবারও সেই পথে হাঁটলে জনগণ তাদেরকে চিরতরে প্রত্যাখ্যান করবে।
এদিকে গতকাল সোমবার করোনা রোধে ১১ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
#চলনবিলের আলো / আপন