ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মাজেদা আক্তার (৬৬) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ৯ জানুয়ারি রবিবার সোয়া এগারোটার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের নতুন মসজিদ নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত মাজেদা উপজেলার সদর ইউনিয়নের রসূলপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।
নিহতের ভাগীনা জিয়াউল হক জানান, আমার খালা আমাদের বাড়িতে যাওয়ার জন্য ইজিবাইক থেকে নেমে রাস্তা পার হতে চাচ্ছিল, এমন সময় কিশোরগঞ্জেগামী ঈশা নামক একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যায়। ফলে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।
এবিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান জানান,পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সুপারিশ ক্রমে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
#চলনবিলের আলো / আপন