ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় সড়ক দূর্ঘটনায় সোলায়মান মোল্লা (৩৪) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। নিহত সোলায়মান বরিশাল জেলার গৌরনদী উপজেলার কালনা গ্রামের করিম মোল্লার ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন জানান, শনিবার সন্ধ্যায় বাসষ্ট্যান্ড মসজিদের সামনে দাড়িয়ে ছিলো যুবক সোলায়মান। এসময় বরিশালগামী অজ্ঞাতনামা মাইক্রোবাস মহাসড়কের পাশে থামানো একটি বেকারী ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ভ্যানটি গিয়ে সোলায়মানের উপর আছড়ে পড়লে সে গুরুতর আহত। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
#চলনবিলের আলো / আপন