মোটরসাইকেল বান্ধবীকে সাথে নিয়ে আলমডাঙ্গা বাজারে আসার পথে পাখি ভ্যানের ধাক্কায় এক কিশোরী মারাত্বক জখম হয়ে মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুত্বর আহত হয়। ঘটনাটি শনিবার দুপুর ১ টার দিকে পৌর শহরের লালব্রিজ প্রাঙ্গণে ঘটেছে। স্থানীয়রা চালক সহ তাদের উদ্ধার করে আলমডাঙ্গার হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহত কিশোরী তাবানুর (২১) কুষ্টিয়ার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের আঃ রবের মেয়ে। আহত যুবক একই এলাকার আহাদ আলির ছেলে আলামিন (২২)।
জানাগেছে, কুষ্টিয়া মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের আহাদ আলির ছেলে আলামিন (২২) তার বান্ধবী একই গ্রামের আঃ রবের মেয়ে তাবানুর (২১) কে নিয়ে আলমডাঙ্গায় যাচ্ছিলো। দুপুর ১ টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার লালব্রিজের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা পাখি ভ্যান,চালক মোটরসাইকেলকে সাইড দিতে গেলে মোটরসাইকেলের পিছন থেকে ছিটকে পড়ে যায় কিশোরী তাবানুর। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। তাবানুরের অবস্থা আশঙ্কা জনিত হওয়ায় হারদি হাসপাতালে রেফার্ড করে। হাসপাতালে নেওয়ার পথে কিশোরী তাবানুর মারা যায়। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক আলামিন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।
দুর্ঘটনার খবরটি আমবাড়িয়ায় পৌঁছালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।গতকাল রাত ৮ টার দিকে আমবাড়িয়া কবরস্থানে জানাজা শেষে কিশোরীর লাশ দাফন সম্পন্ন হয়।
#চলনবিলের আলো / আপন