মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে ১২টি দোকান ভস্মিভুত, ব্যপক ক্ষয়ক্ষতি

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ৩ জানুয়ারি, ২০২২, ৪:৪১ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়য় ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দোকান সম্পূর্ণ ভস্মিভুত হয়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে উপজেলা প্রশান, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয় ক্ষতি নিরুপনের কাজ চলছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া বাজারে উত্তর পাশের গলিতে টিনশেড দোকানগুলোতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার পরে গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়িসহ স্থানীয়রা।

অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দরা ঘটনস্থলে ছুটে যান।

আগুনে প্রফুল্ল বাড়ৈর মুদি দোকান, প্রফুল্ল ওঝা’র দর্জির দোকান, ভবরঞ্জন এর অসুধের দোকান, সমীরের স্বর্নের দোকান, দেবাশীষের মুদি দোকান, মনমথ মিস্ত্রির অষুধের দোকান, হরি কীর্তনীয়ার দর্জির দোকান, সঞ্জয় পান্ডের ডেকোরেটর দোকান, সজল বালার ইলেকট্রিক দোকান, গোবিন্দ শীলের সেলুন দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনের জন্য দুটি দোকান ভেঙ্গে দিয়ে ওই গলির অন্য দোকানগুলো আগুনের হাত থেকে নিরাপদ করেন।

আগুনের সূত্রপাত সম্পর্কে স্থানীয়রা বা গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষনিকভাবে কিছু জানাতে পারে নি।
আগুনে পোড়া ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর