চাটমোহর হান্ডিয়াল সিদ্ধিনগর গ্রামে পুকুর ও মাছ চাষ কে কেন্দ্র করে চাচাতো দুই ভাইয়ের সংঘর্ষ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকালে মোকতার হোসেন মন্ডলের ছেলে শাহাদত ও আব্দুল জলিলের ছেলে নুরুল উভয়ের পুকুর লিজ ও মাছ চাষকে কেন্দ্র করে শাহাদত ও নুরুলের বাকবিতন্ডায় শাহাদত গুরুতর আহত হয়। এলাকবাসী ও থানা সূত্রে জানাযায়, দীর্ঘদিন যাবত চাচাতো দুই ভাইয়ের পারিবারিক কলহ হয়ে আসছে। তারই ধরাবাহিকতায় বিকালে উভয়ের বাড়ির নিজ আঙ্গিনায় পুকুর ও মাছ চাষকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এতে নুরুল ইসলাম (৩৪) মাছকাটা বটি দিয়ে শাহাদত (৩২)কে কুপিয়ে জখম করে। এই ঘটনায় ছেলে শাহাদত কে রক্তাক্ত অবস্থায় দেখে পিতা মোকতার হোসেন মন্ডল (৭২) হার্ট আ্যাটাক করে। তাৎক্ষণিক তাকে পল্লী চিকিৎসক ডাঃ মিজানুর রহমানের নিকট নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
আহত শাহাদত হোসেন গুরুতর হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তাতক্ষনিক এ.এস.পি (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন ও থানা ওসি মুহম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে চাটমোহর থানা অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা শিকার করে বলেন, সংঘর্ষের ঘটনায় আহত শাহাদত এর ভাই শামসুল আলম রাতেই মাডার মামলার প্রস্তুতি গ্রহন করছেন।