মোঃ এনামুল হক বাদশা,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় মাছ চাষের পুকুরে জলমটরে পানি সেচ দিতে গিয়ে আব্দুল মমিন(৩৫) নামের এক মাছ চাষী নিহত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাবু পাড়ায় একটি মাছ চাষের পুকুরে এই ঘটনা ঘটে। নিহত মমিন গাড়াবাড়ি গ্রামের লইমুদ্দিনের ছেলে। ওই ঘটনায় একই সাথে বেলাল(৩৫) নামে আরেক মাছ চাষী আহত হয়েছে। আহত বেলাল গাড়া বাড়ি গ্রামের রমজানের ছেলে। বেলাল বর্তমান চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষ দর্শী ও স্থানীয়রা জানায়, বিয়াশ বাবু পাড়ার পুকুর লিজ নিয়ে আব্দুল মমিন ও বেলাল মাছ চাষ করে আসছিল। প্রতি দিনের মত আজ মঙ্গলবার বিাকালে তারা দুজন পুকুরের পানি রিফ্রেশ করার জন্য জলমটর চালু করতে যায়। এর মধ্যে হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুল মমিন মারা যান। আহত হন বেলাল। পরে তাদের উদ্ধার করা হয়। আহত বেলালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।