বরিশালের আগৈলঝাড়ায় জমির আঁল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্দার করা লাশ বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের মৃত. জগদীশ রায়ের ছেলে ঝন্টু রায় (৪৫) বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি ফিরে না যাওয়ায় তাকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকে।
বৃহস্পতিবার সকালে পশ্চিম মোল্লাপাড়া গ্রামের জমির আঁলে ঝন্টুর লাশ পরে থাকতে এক কৃষক। খবর পেয়ে ওসি(তদন্ত) মাজহারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ঝন্টু রায়ের ছেলে রাজু রায় বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়র করেছে। লাশ বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।