টাঙ্গাইলের ভূঞাপুরে নিকরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রার্থীর কর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। বিদ্রোহী প্রার্থী মাসুদুল হক মাসুদের লোকজনরা অতর্কিতভাবে এই হামলা চালায়।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার নিকরাইলের মাটিকাটা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিকরাইলের মাটিকাটা বাজার এলাকায় নৌকা প্রতিকের নির্বাচনী প্রচারণাকালে ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছানোয়ার হোসেনের উপর অতর্কিত হামলা চালায় বিদ্রোহী প্রার্থী মাসুদুল হক মাসুদের সমর্থকেরা। এতে ছানোয়ার গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এরআগে ছানোয়ার হোসেনের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে নির্বাচনী এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নির্বাচনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটার আশঙ্কা করছে স্থানীয়রা।
নিকরাইল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মতিন সরকার বলেন, ৭ নং ওয়ার্ড (কোনাবাড়ী) ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেনসহ নৌকার কর্মীরা নির্বাচনী প্রচারণা করছিল। এ সময় বিদ্রোহী প্রার্থী মাসুদুল হক মাসুদের সমর্থক জুরান মন্ডলের নেতৃত্বে তার দুই ছেলে সুমন ও শুভ এবং নূহু মেম্বারের নেতৃত্বে ২০-৩০ জন নৌকার সমর্থকের উপর অতর্কিত হামলা চালায়। এতে ছানোয়ার গুরতর আহত হয়।
বিদ্রোহী প্রার্থী মাসুদুল হক মাসুদ বলেন, এ ঘটনা সম্পর্কে কিছুই জানি না। উল্টো তার সমর্থকদের উপর হামলা করা হয়েছে বলে দাবী করেন তিনি।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওহাব বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।