নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, গণতন্ত্র কাকে বলে জানতে ক্ষমতাসীন মন্ত্রী-এমপি-আমলারা গণতন্ত্রের মানসপুত্রের জীবন থেকে শিখুন। ৫ ডিসেম্বর বিকেল ৫ টায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে ‘গণতন্ত্রের মানসপুত্র ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান একরামুল হক গাজী লিটন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক হাবিব চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে সকাল ৯ টায় গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।
#চলনবিলের আলো / আপন