শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে লাইফস্টাইল, হেলথ এডুকেশন অন্ড প্রমোশন বিষয়ক এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এই এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। কোভিড-১৯ এর প্রাদুর্ভবকালীন সময়ে মনো-সামাজিক এবং মানুসিক স্বাস্থ্যের বিবেচ্য সমূহে- স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমের আওতায় এই এডভোকেসী সভা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ জাহিদুল ইসলাম।
রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ঈমান আলী। ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড এর স্থানীয় প্রতিনিধি মোঃ নূরুল ইসলাম বাবু’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নূরে জান্নাত স্বপ্না, এম ও সি এস ডাঃ সৌমিত্র বসাক, পৌর কাউন্সিলর সালমা খাতুন এবং জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী প্রমূখ।