তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামে কর্মহীন পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আশ্রাফ আলী ভূঁইয়া ফাউন্ডেশন।
বুধবার (৬ মে) আটিয়াতলী গ্রামের জমিদার ইসলাম বক্স ভূঁইয়ার দৌহিত্র আশ্রাফ আলী ভূঁইয়ার নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির উদ্যোগে অন্য সময়ের ন্যায় করোনা কালেও খাদ্য সামগ্রী বিতরণ করে মানবতার ডাকে সাড়া দেওয়া হয়েছে।
আটিয়াতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন আশ্রাফ আলী ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম ভূঁইয়া, ফাউন্ডেশনের অর্থ বিষয়ক পরিচালক ও লাহারকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদল নুর আলম ভূঁইয়া, ফাউন্ডেশনের পরিচালক মঞ্জুরুল হাসান ভূঁইয়া এ্যাপোলো।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও দৈনিক বর্তমান লক্ষ্মীপুর সম্পাদক মোহাম্মদ আক্তার আলম বলেন, আশ্রাফ আলী ভূঁইয়া ফাউন্ডেশন যে কোন মানবিক ও সমাজ সচেতনতামূলক কর্মকান্ডে বিগত দিনে ভূমিকা রেখে আসছে তেমনি আগামী দিনেও ভূমিকা রাখবে।