২৩ নভেম্বর বিকেল ৪ টায় ‘সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ৩৩ তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, জোবায়ের মাতাব্বর, রাকিব ঢালী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, নির্মমভাবে বাংলাদেশে যে কোন সময় যে কোন মানুষকে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হতে পারে, কারণ আমাদের আইন-শৃঙ্খলা চরমভাবে ব্যহত হচ্ছে। কারণ একটাই- আইনের শাসন নাই এবং সংশ্লিষ্ট মন্ত্রী-এমপি-আমলাদের অধিকাংশই দুর্নীতিবাজ-নীতিহীন। এদের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করতে তারুণ্যের রাজনীতিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই।
#চলনবিলের আলো / আপন