বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় খাল দখল করে গড়ে উঠছে পাকা স্থাপনা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ১০:০০ অপরাহ্ণ

বরিশালের পয়সারহাট-আগৈলঝাড়া সড়কের পাশে রথখোলা বাসষ্ট্যান্ড সংলগ্ন খাল দখল করে পাকা স্থাপনা নির্মান অব্যাহত রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর পূনরায় খাল দখল করে নির্মান কাজ শুরু করায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, এতোদিন খালের মধ্যে স্থাপনা নির্মান বন্ধ থাকলেও বর্তমানে টিনের বেড়া দিয়ে নির্মান কাজ আবার শুরু করেছে প্রভাবশালী মাসুদ হোসেন। অপরদিকে উপজেলার সুজনকাঠী গ্রামের ফকিরবাড়ী ব্রিজ সংলগ্ন এলাকায় খাল দখল করে নির্মিত দোকান প্রশাসন ভেঙ্গে দিলেও পূনরায় দোকান নির্মানের পায়তারা চালিয়ে আসছে একটি মহল।
এ বিষয়ে গৈলা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, ভূমি অফিস থেকে বাঁধা দেওয়ার পর রথখোলা ষ্ট্যান্ডের পাশে পাকা স্থাপনা নির্মান দীর্ঘদিন বন্ধ ছিলো। স্থাপনা নির্মানকারীদের জমি পরিমাপ করার কথা বললেও তারা জমি পরিমাপ না করে জমি তাদের রেকর্ডীয় বলে দাবী করে আসছে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী মোঃ আবুল হাসেম জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর