মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে নাটোরের গুরুদাসপুর থানার পুলিশের ব্যাপক ভূমিকা লক্ষ করা যাচ্ছে। করোনা প্রতিরোধ পক্ষ উপলক্ষে গুরুদাসপুর থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন হাটবাজারে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাহারুল ইসলাম নিজে ফোর্সসহ উপজেলার হাটবাজারে গিয়ে মাস্ক বিতরণসহ করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রচারনা চালাচ্ছেন।
জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নাজিরপুর বাজারের দোকানদার, ক্রেতা ও পথচারীদের মাঝে নিজহাতে মাস্ক বিতরণ করেন। এসময় অধিকাংশ মানুষকে মাস্কবিহীন অবস্থায় বাজারে চলাচল করতে দেখা যায়। ওসি তাদের ডেকে মাস্ক পরিধান করতে বাধ্যতামূলক করেন।
এরআগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গুরুদাসপুর থানা পুলিশের উদ্যোগে চাঁচকৈড় বাজারে ৫০০ ব্যক্তির মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ওসি। এসময় থানার ওসি মো. মোজাহারুল ইসলাম নিজেই মাইকে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনামূলক বক্তব্য রাখেন।
প্রাণঘাতি করোনাভাইরাসের এই ক্রান্তিকালে এলাকাবাসীর উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাইকে অনুরোধ করছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম।