দ্রব্য মূল্যে লাগছে আগুন পকেট পুরো ফাঁকা,
পুরো বাজার বাকি আছে চাউল কিনতে শেষ টাকা।
পেঁয়াজ রসুন আলু পোটল সবজি ডাটা বেগুন,
হয়নি কেনা এখনো কিছু মাছ-মাংসের দাম আগুন।
দ্রব্য মূল্যে লাগছে আগুন চারদিকে হাহাকার,
অল্প আয়ে এখন আমি কেমনে চালাই সংসার।
বেতনের টাকা আর খরচের হিসাব মিলাই,
যেভাবে বাড়ছে দ্রব্যের দাম মাসটা কেমনে কুলাই।
নিম্ন আয়ের মানুষ গুলোর কি হবে উপায়?
সব কিছুর দাম বাড়ছে বাড়েনি শুধু আয়।
রচনা কাল;১৩-১১-২০২১ইং সময়; সন্ধ্যা ৭ টা স্থান ;
মিরপুর২, ঢাকা।