সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

ই-পেপার

তাড়াশে আরো ২ জনের করোনা পজেটিভ বাড়ি লকডাউন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২২ জুন, ২০২০, ৬:৩৬ অপরাহ্ণ

নাজমুল হাসান সবুজ, তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে নতুন করে আরো দুইজনের করোনা ভাইরাসের রির্পোট পজেটিভ হয়েছে। তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল উদ্দিন মিঞা শোভন বিষয়টি নিশ্চিত করে জানান,ত ১১জুন তাড়াশ হাসপাতাল থেকে তাদের নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সোমবার তাদের মধ্যে দুই জনের করোনা ভাইরাস (কভিড ১৯) পজেটিভ রির্পোট পাওয়া যায়। নতুন আক্রান্ত ব্যাক্তি দুজন হলেন,উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর গ্রামের আলহাজ্ব সিরাজুল ইসলামের ছেলে তাড়াশ ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো. বেল্লাল হোসেন (৪০) ও নরসিংদী ফেরত দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা গ্রামের জয়দেব চন্দ্রের ছেলে শ্রী জয় চন্দ্র রাজ (৩২)।

 

বর্তমানে তারা তাদের নিজ বাড়িতেই অবস্থান করছেন এবং প্রার্থমিক চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান বলেন, তাড়াশে করোনা আক্রান্ত নতুন দুইজন নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছেন। বাড়িগুলো লকডাউন করা হয়েছে। উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ রাখছেন।এছাড়া জনসাধারণের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি। সেই সাথে বাড়ির বাইরে গেলে বাধ্যতামূলকভাবে মাস্ক পড়তে হবে, নইলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর