মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

র‌্যাবের অভিযান ” ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কামরুজ্জামান কানু #
আপডেট সময়: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ৪:২৭ অপরাহ্ণ

জামালপুর সদর উপজেলার পিংগলহাটি মধ্যপাড়া গ্রামে ৮ নভেম্বর দুপুরে অভিযান চালিয়ে ১০৩ টি ইয়াবা বড়িসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন- জামালপুর সদর উপজেলার পিংগলহাটি গ্রামের মো. আশরাফ আলীর ছেলে মো. আরমান হোসেন রাজিব (৩০) ও ভেলা পিংগলহাটি গ্রামের মো. সোহরাব ঠিকাদারের ছেলে মো. মাসুদুর রহমান (২৩)। র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানাগেছে , ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ৮ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর সদর উপজেলার পিংগলহাটি মধ্যপাড়া গ্রামস্থ জনৈক আলহাজ্ব সরাফত আলীর বসত ভিটার সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ওই দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১০৩টি ইয়াবা বড়ি ও দুটি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার ৯০০ টাকা।

র‌্যাব ১৪-জানায়, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ জামালপুর জেলার সদর থানাধীন বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব ১৪ -আরও জানায়, আসামীদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর