পানিউন্নয়ন বোডের কর্মরত গেটম্যান মোঃ গাজী মিয়ার সহযোগিতায় পাবনার ফরিদপুর উপজেলার খাগরবাড়িয়া গ্রামে ঘেচুয়া সুইচ গেটের সামনে ২ টি অবৈধ সুঁতি বাঁধ স্থাপন করে মাছ নিধনের মহোৎসব শুরু হয়েছে। উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও মৎস্য দপ্তরের প্রত্যক্ষ সহযোগিতায় এ অবৈধ সুঁতি বাঁধ দিয়ে মাছ ধরা হচ্ছে। ক্ষমতাসীন দলের নেতাদের ছত্রছায়ায় প্রভাবশালী ব্যক্তিরা বিলের মুখে ঘেচুয়া সুইচ গেটে বাঁশ, জাল ও তালাই দিয়ে সুঁতি বাঁধ স্থাপন করেছে।
এদিকে সুঁতি স্থাপন করে মাছ নিধন চললেও প্রশাসন এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি। সুতি বাঁধ স্থাপনের ফলে দীর্ঘদিনের এই সুইচ গেট হুমকির মুখে ও আগামী রবি মৌসুমে জমি আবাদ নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় কৃষক পরিবার।
পাবনার ফরিদপুর উপজেলার সদর ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব জায়গায় সুঁতি বাঁধ স্থাপন করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ প্রতিবছরই স্থানীয় প্রশাসন ও মৎস্য দফতরের সঙ্গে আঁতাত করে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধ সুঁতি বাঁধ স্থাপন করে লাখ লাখ টাকার মাছ ধরে। জাল দিয়ে ছেঁকে মাছ তোলা হয়। এবারও প্রায় ১০ দিন যাবত এ প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা,পানি উন্নয়ন বোডের কর্মকর্তা, পুলিশ প্রশাসন সরজমিনে গিয়ে ও কোন ব্যবস্তা না নিয়ে ফিরে আসে।
গেটম্যান গাজী বলেন,অবৈধ সুতি জমিন মেম্বরের নেতৃত্বে স্থাপন করছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, আমরা ঘটনা স্থানে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় থেকে সুতি সরিয়ে নেওয়ার র্নিদেশ দিয়েছি।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন বলেন, তিন দিন মোবাইল কোট পরিচালনা করেছি।
উপজেলা সহকারী ভুমি কর্মকর্তাকে একাধিক বার ফোন করলে ও ফোন তোলেনি।
#চলনবিলের আলো / আপন