সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

ধর্ষণে দাম্ভিক স্বীকারোক্তি-মামলার পরও গ্রেপ্তার নেই ছাত্রলীগ-ছাত্রদল নেতা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ১:৫৩ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় এক কিশোরীকে ধর্ষণের পর দাম্ভিক স্বীকারোক্তি এবং তাদের বিরুদ্ধে মামলার পরও গ্রেপ্তার হয়নি সেই ছাত্রলীগ ও ছাত্রদল নেতা। উল্টো ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারসহ সাংবাদিকদের হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্তরা হলেন—ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের মেন্দা মাস্টারপাড়া মহল্লার আব্দুল জলিলের ছেলে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম (৩০), ভাঙ্গুড়া সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মরহুম খুরজান মণ্ডলের ছেলে ছাত্রদল নেতা দুলু (২৮) ও চাটমোহর রেলবাজার এলাকার ধর্ষণের শিকার কিশোরীর কথিত চাচাতো ভাই রানা (২১)।

রবিবার (৩১ অক্টোবর) সকালে কিশোরীর বাবা বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় ধর্ষণের মামলা করেছেন। কিন্তু মামলা দায়েরের ৪৮ ঘণ্টা পার হলেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মু. ফয়সাল বিন আহসান বলেন, মেয়ের বাবা বাদী হয়ে রবিবার সকালে থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।

স্থানীয়রা এবং কিশোরীর পারিবারিক সূত্র জানায়, গত ৮ অক্টোবর শুক্রবার বিকালে প্রতিবেশি কথিত চাচাতো ভাইয়ের সঙ্গে ভাঙ্গুড়া শিশুকুঞ্জ পার্কে বেড়াতে আসেন ওই কিশোরী। এ সময় রানা তার পূর্ব পরিচিত অভিযুক্ত ছাত্রলীগ নেতা আলিম ও ছাত্রদল নেতা দুলুর সঙ্গে কিশোরীকে পরিচয় করিয়ে দেয়। তারা কিশোরীকে চা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে কৌশলে তাকে ভাঙ্গুড়া শরৎনগর বাজারের গরুহাটা কেজি স্কুল-সংলগ্ন পৌর ছাত্রলীগের অফিসে নিয়ে জোরপূবর্ক ধর্ষণ করে।বিষয়টি গোপন না রাখলে তাকে মেরে ফেলারও ভয় দেখানো হয়। পরে ঘটনা গোপন রাখার শর্তে ওই কিশোরীকে ছেড়ে দেয় অভিযুক্তরা।

এদিকে কিশোরী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জেনে যায়। এরপর স্থানীয়ভাবে এর মিমাংসারও চেষ্টা করা হয়। কিন্তু স্থানীয়রা ব্যর্থ হলে রবিবার সকালে কিশোরীর বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি ধর্ষণ মামলা করেন।

ধর্ষণের শিকার ওই কিশোরী (১৩) চাটমোহর উপজেলার মহররমখালী রেলবাজার এলাকার বাসিন্দা।

কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা ও ছাত্রদল নেতা দুলু দুজনই সাংবাদিকদের কাছে দম্ভভরে কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেন। তবে, টাকার বিনিময়ে তারা এ কাজ করেছেন বলে জানান। তাদের এই স্বীকারোক্তির একটি অডিও ক্লিপ ও একটি ভিডিও চিত্র সাংবাদিকদের কাছে সংরক্ষিত আছে। তবে অপর অভিযুক্ত রানা পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ধর্ষণের শিকার কিশোরী ও তার পরিবারের বক্তব্যসহ অভিযুক্তদের স্বীকারোক্তিমুলক একটি সংবাদ গত ২৫ অক্টোবর চলনবিলের আলো অনলাইন ভার্সনে প্রকাশ হয়েছিল।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর