ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর থেকে খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত ১৬ কিলোমিটার রাস্তার পুননির্মাণ কাজের উদ্ভোধন করলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন।
(৩০ অক্টোবর) শনিবার সকাল এগারোটার দিকে দেওয়ানগঞ্জ বাজারে এক আলোচনা সভার মাধ্যমে উক্ত রাস্তা পুননির্মাণ কাজের উদ্ভোধন ঘোষণা করেন তিনি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ রশিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাস্তার উদ্বোধক সাংসদ আনোয়ারুল আবেদিন খান তুহিন।
এসময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আল-আমীন সরকার খারুয়া ইউনিয়ন চেয়ারম্যান কামরুল হাসনাত মিন্টু। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল মল্লিক সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্থরের সাধারণ মানুষ।
বিশ্বব্যাংকের অর্থায়নে ১৪ কোটি ৩৩ লাখ টাকা ব্যায়ে রাস্তাটি পুননির্মাণ কাজ শুরু হয়েছে।
নান্দাইল উপজেলা সদর থেকে খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত ১৬ কিলোমিটার দৈর্ঘের রাস্তাটির প্রস্থে ১৮ ফিট পাকা অংশ থাকবে।
রাস্তাটি পুননির্মাণে কাজ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান সাইফুল ব্রিক্স।
প্রধান অতিথির বক্তৃতায় এমপি তুহিন বলেন রাস্তাটি পুননির্মাণের জন্য অর্থ বরাদ্দ করাতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। দিনের পর দিন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে ঘুরতে হয়েছে। কাজ মান ঠিক রেখে যত দ্রুত সম্ভব নির্মাণ কাজ শেষ করা হবে।
সাধারণ মানুষের দাবী নির্মাণ কাজে যেন কোন প্রকার দূর্নীতি অনিয়ম করা না হয়। কারণ ইতিপূর্বে দূর্বল মানের কাজের জন্য রাস্তাটি বেশি দিন টিকেনি। তাদের দাবী সরকারি অর্থের যেন সঠিক ব্যবহার করা হয়।
এবিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আল-আমীন জানান, কাজের কোয়ালিটি নিয়ে কোন ছাড় দেওয়া হবে না। আমরা এবিষয়ে সবসময় নজরদারি করবো।