২০ অক্টোবর ২০২১: খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা সভাপতি সিরাজুল ইসলামের আম্মা জোহারা খাতুন ( ৯০) এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। আজ প্রদত্ত এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর জন্য জান্নাতের সুউচ্চ মাকাম প্রার্থনা করে মহান আল্লাহর দরবারে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা সভাপতি সিরাজুল ইসলামের আম্মা জোহারা খাতুন আজ ২০ অক্টোবর বুধবার সকাল ৬:১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় ইন্তিকাল করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি ১ ছেলে ২ মেয়ে নাতিনাতনিসহ বহু গুনগ্রাহী রেখে যান। বাদ আসর জানাজা শেষে মরহুমার দাফন সম্পন্ন হয়।