ঢাকা থেকে নিজ কর্মস্থল ভালুকা যাওয়ার সময়, গাজীপুর জেলার টঙ্গীর চেরাগআলী নামকস্থানে ট্রাকের ধাক্কায় মানিক মিয়া (২৮) গুরুতর আহত হলে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার হয়, সন্ধ্যা ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
নিহত মানিক টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ অক্টোবর) নিহত মানিক নিজ মোটরসাইকেলের কাগজপত্র ঠিক করতে মিরপুর বিআরটিএ যান, ফেরার সময় গাজীপুর সিটি করপোরেশনের চেরাগআলীতে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত মানিক, ময়মনসিংহের ভালুকায় একটি সিরামিক্স কোম্পানিতে চাকরি করতেন।
বুধবার সকাল ১০টায়, গোপালপুরে গ্রামের বাড়ির সামাজিক গোরস্থানে দাফন করা হয়, এঘটনায় আত্নীয় স্বজনের মাঝে শোকের মাতম চলছে।