প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে ১৭ অক্টোবর তোপখানা রোডস্থ কাযালয়ে বেলা ১১ টায় অনুষ্ঠিত সভায় উপস্থাপিত ২ দফা দাবিতে বলা হয়- কভিড-১৯-এর জন্য যখন সারা বিশে^র প্রায় সকল সরকার সাধারণ মানুষের পাশে, তখন বাংলাদেশে সাধারণ মানুষের সাথে থাকা তো দূরের কথা, সরকার পারলে ব্যবসায়ীদের সাথে মিলে ডাকাতি করতে বাসায় বাসায় যাবে; এমন পরিস্থিতি তৈরি হয়েছে। যে কারণে নতুন করে দারিদ্র সীমার নিচে নেমে এসেছে সাড়ে ৪ কোটি মানুষ, বেড়েছে ভাসমান নারী-পুরুষদের পাশাপাশি ভিক্ষুকদের সংখ্যাও। এমতবস্থায় নতুনধারার ২ দফা দাবি বাস্তবায়ন হলে জনগন অন্তত ঘুরে দাঁড়াবার সময় পাবে ১. মোটা চাল ভর্তুকি দিয়ে হলেও সর্বোচ্চ ২০ টাকা, ভোজ্য তেল ৪০ টাকা এবং অন্যান্য দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মনিটরিং টিম কার্যত দিয়ে প্রতিটি বাজার-হাটে মূল্য তালিকা স্থাপন নিশ্চিত করতে হবে। ২. জন শক্তিকে জনসম্পদে পরিণত করতে জরিপ করে সকল বেকার-ভাসমান মানুষদেরকে কাজের ব্যবস্থা অথবা প্রবাসে কাজের সুযোগ করে দিতে হবে। সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মু্িক্তযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, অভিনেত্রী শ্রুতি খান, সাংগঠনিক সম্পাদক গোলাম ওয়াজেদ সরকার রানা, সাবিনা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
#চলনবিলের আলো / আপন