১৬ অক্টোবর ‘ধর্ম অবমাননা থেকে উত্তরণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার বীর মু্িক্তযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, অভিনেত্রী শ্রুতি খান, সাংগঠনিক সম্পাদক গোলাম ওয়াজেদ সরকার রানা, সাইদুজ্জামান রওশন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নাগরিক অধিকার আদায়ের জন্য সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা এখন সবচেয়ে জরুরী। তা না করে তথাকথিত উন্নয়ন আর ধর্ম নিয়ে টানাটানি করছে, যাতে করে জনগন ক্ষতিগ্রস্থ হচ্ছে সবচেয়ে বেশি। এখন প্রয়োজন নাগরিকদের ঐক্যবদ্ধতা।
#চলনবিলের আলো / আপন