চলনবিলের আলো অনলাইন:
স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে সর্বসাধারণের জুমার নামাজ জামাতে আদায়ের অনুমতি দিয়েছে লেবানন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে মসজিদে নামাজ আদায় স্থগিত করেছিল দেশটির সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে, লেবাননের জনগণকে মহামারি বিরোধী লড়াইয়ে সহায়তা করার জন্য মসজিদে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে।
দেশটির সর্বোচ্চ সুন্নি মুসলিম কর্তৃপক্ষ দার আল-ফাতওয়ার এক বিবৃতি অনুসারে, আগামী ৮ ই মে থেকে মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। তবে মুসল্লিরা মসজিদে প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এছাড়া মসজিদে রমজানের তারাবির নামাজ পড়াও স্থগিত থাকবে।
ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লেবানন গত ১৫ মার্চ থেকে মসজিদে সমস্ত জামাতে নামাজ এবং অন্যান্য ধর্মীয় সমাবেশ স্থগিত করেছিল।
উল্লেখ্য, লেবাননে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭৫০ জন। এদের মাঝে মৃত্যু হয়েছে ২৫ জনের। সুস্থ হয়ে ফিরেছেন ২০৬ জন।
সূত্র- ইয়ানি শাফাক।