সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন

ই-পেপার

রামগড়ে শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা

বেলাল হোসাইন, (খাগড়াছড়ি):
আপডেট সময়: বুধবার, ৬ অক্টোবর, ২০২১, ৪:২৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে পূর্বশত্রুতার জের ধরে চাইথোয়াই মারমা(৬২) কে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।গতকাল(মঙ্গলবার) গভীর রাতে নিহতের ছেলে অংশেউ মারমা বাদী হয়ে রামগড় থানায় মামলা দায়ের করেন।

মামলায় হত্যাকান্ডে প্রধান অভিযুক্ত আরেফীন শরীফ পাটোয়ারীকে আসামী করা হয়।মামলার আগেই অভিযুক্ত কে আটক করে পুলিশ।এ ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।অভিযুক্ত আরেফীন শরীফ পৌরসভার ৪নং ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার রামগড় রেস্ট হাউজের কর্মচারী আবু আহাম্মদ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রামগড় পৌরসভার মাস্টারপাড়া নিজ বাড়ির সামনে এই নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে। অভিযুক্ত আরেফীন শরীফ তার প্রতিবেশি চাইথোয়াই মারমা (৬৬) কে পূর্বশত্রুতার জের ধরে মাথায় ইট দিয়ে আঘাত করেন।ইটের আঘাতে তিনি অচেতন হয়ে পড়লে অভিযুক্ত ব্যাক্তি আশেপাশের মানুষ বুঝে উঠার আগেই চাইথোয়াই মারমার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।স্থানীয়রা আগুন নিভিয়ে আহতকে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা:নরেন চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।নিহতের ছেলে অংশেউ মারমা জানান, ঘাতক তাদের প্রতিবেশি। সম্প্রতি সে তাদের ঘরে আগুন ধরিয়ে দেয় এ ঘটনায় তার পিতা থানায় অভিযোগ করেন।এতে সে ক্ষুব্ধ হয়ে আজ এ হত্যাকান্ড ঘটায়।

রামগড় পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আহসান উল্ল্যাহ বলেন,অভিযুক্ত আরেফীন শরীফ মাদকাসক্ত। এক মাস আগে তাঁকে বিয়ে করানো হলে তিন দিনের মাথায় সংসার ভেঙে যায়। তাঁর বিরুদ্ধে এলাকায় ব্যাপক অভিযোগ রয়েছে।

রামগড় থানার পরিদর্শক (তদন্ত)রাজীব চন্দ্র কর জানান,হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গতকাল গভীর রাতে রামগড় থানায় মামলা দায়ের করেন।মামলা নং ০২। তিনি আরো জানান,আমরা ঘটনার পরেই অভিযান চালিয়ে অভিযুক্তকে নিজ বাড়ি থেকে আটক করি।মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখানো হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা সে স্বীকার করেছে।হত্যাকান্ডের প্রকৃত কারণ জানতে অধিকতর তদন্তের স্বার্থে রিমান্ড চেয়ে আজ বুধবার সকালে গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর