পাবনার আটঘরিয়ায় বাল্য বিবাহ দেওয়ার অপরাধে দুইজনকে ১০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়েছে। এরা হলেন-মেয়ের চাচি বোরান রানী এবং ছেলের মা সন্ধা রানী। গত সোমবার উপজেলা নিবার্হী অফিসার মাকসুদা আক্তার মাসু ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে এই জরিমানা করেন।
জানা গেছে, উপজেলার মাজপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সুনিতা রানী (১৫), একই গ্রামের বিঞ্চপদ সরকারের ছেলে– (১৬) কে গোপনে বিবাহ দেওয়া হয়েছে। বিষয়টি গ্রামের মধ্যে জানাজানি হলে এলাকাবাসি ৯৯৯ ফোন করলে এসময় আটঘরিয়া উপজেলা নিবার্হী অফিসার মাকসুদা আক্তার মাসু তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে তাদেরকে জিজ্ঞাসাবাদে সত্যতা পাওয়া গেলে মেয়ে চাচি বোরান রানীকে ৫ হাজার টাকা এবং ছেলের মা সন্ধা রানীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা এই দুইজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যে জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি ও মাজপাড়া ইউপি চেয়ারম্যান আ্দুল গফুর মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমূখ।