ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরন, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করার ঘোষণার শুরুর দিনে আগৈলঝাড়ায় একটি বরফকলে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাটকা ও মা ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু। অভিযানে বরবকলের এক কর্মচারীকে আটক করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা সদর বাজারের একটি বরবকলে অভিযান চালিয়ে ১শ ৬০কেজি জাটকা ও মা ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু।
অভিযানের খবর পেয়ে মৎস্য ব্যবসায়ী পালিয়ে গেলে বরবকলের কর্মচারী বাটাজোর এলাকার আলাউদ্দিন বেপারীর ছেলে সুজন বেপারীকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে আদালতের বিচারক কর্মচারী সুজন বেপারীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে উপস্থিত ছিলেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, পুলিশেরে উপ-পরিদর্শক জসীম উদ্দিন প্রমুখ।
আদালত জব্দকৃত জাটকা ও মা ইলিশ মাছ উপজেলার পূর্ব সুজনকাঠি বাবন উদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানা ও গৈলা আল ফারুক এতিমখানা ও গৈলা বেবী হোমে বিতরণ করা হয়েছে।