L-Legal Expert= আইনবিষয়ে অভিজ্ঞ
A-Analytical=ব্যাখাকারক
W-Wisdom=জ্ঞানী
Y-Youthful=তারুণ্যময়
E-Evergreen=চির যৌবনের শিল্পী
R-Royalist=রাজকীয়
বলা হয়ে থাকে, একজন ল’য়ারকে সবগুলো বিষয়ের কিছু জানতে হবে, কিন্তু কিছু বিষয়ের সব জানতে হবে।
উপরের বিশ্লেষণ থেকে বুঝতেই পারছেন এই দক্ষতা সমূহ থাকতে হবে একজন আইনজীবিকে, গুণ কিন্তু নয়!
১. সে হবে আইন বিষয়ে অভিজ্ঞ ও আপটুডেট। নতুন নতুন বিষয়ে খোঁজ রাখতে হবে। তাকে আইন জানতে হবে না, বরং জানতে হবে সে আইনটি কোথায় রয়েছে তা পরিষ্কার ভাবে ।
২. হাজার হাজার আইন তার মুখস্ত করতে হবে না। আইনটি সময়মত সঠিক জায়গাতে প্রয়োগের দক্ষতা থাকতে হবে।
৩. সব বিষয়ে তার জ্ঞান থাকতে হবে। যদি গণিত বিজ্ঞানের মা হয়ে থাকে তবে আইন হবে বিজ্ঞানের বাবা! একজন দক্ষ আইনজীবিকে সর্বস্তরের জ্ঞান নিয়েকাজ করতে হবে।
৪. একজন আইনজীবী হবে তারুণ্যময়। তার কন্ঠ হবে মাধুর্য্য ও বলিষ্ঠ। যে কারণে বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী
রফিকুল হক ৫০ বছরের উপর কাজ করছেন আইনজীবী হয়ে। উপস্থাপন করছেন নিজেকে দক্ষতার সাথে। যিনি চির তারুণ্যের অধিকারী।
৫. একজন আইনজীবী হবেন একজন শিল্পী। আদালত হচ্ছে তার জন্য মঞ্চ যেখানে সে তার সবোর্চ্চ পরিশ্রম করবে অভিনয় সঠিক হওয়ার জন্য। নিজেক ব্যক্তিত্ব, আত্ববিশ্বাসে বলিয়ান হয়ে একজন ভাল শিল্পীর মত হবেন তিনি। যে বিচারককে মোহিত করবেন তার অভিনয় শিল্প দিয়ে।
৬. আইনজীবীর জীবন হবে রাজকীয়। রাজার মত তিনি হবেন ভদ্র ও সাহসী। নিজেকে প্রকাশ করবেন রাজকীয় ভাবে আদালতে। নিজেকে ছাড়িয়ে যাবেন নিজের দক্ষতার মাধ্যমে. [For All law student,try to be a good lawyer in future]
লেখকঃ
মোঃ শরিফুল ইসলাম
লেকচারার, গাজীপুর সেন্ট্রাল ল কলেজ
এলএলবি ও এলএলএম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা, জজ কোর্ট
পরিচালকঃ Virtual Law College