পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজার থেকে মেহেদী হাসান শিহাব (২০) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২পাবনা ক্যাম্পের সদস্যরা। গত ২ অক্টোবর বিকেলে দেবোত্তর বাজারের সোনালী ব্যাংক আটঘরিয়া শাখার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিহাব আটঘরিয়া পৌর সভার বরুলিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
র্যাব জানায়, র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে দেবোত্তর বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে মাদক ব্যবসায় শিহাবকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার পূর্বক আসামী নিকট থেকে ১৫০পিচ অবৈধ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্বার করে।
ধৃত আসামী জিজ্ঞাসাবাদে জানা যায়, সেদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে নিজ জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। এ সংক্রান্ত ধৃত আসামী বিরুদ্ধে আটঘরিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে।