বান্দরবানের লামায় বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস.এম.কায়সার এর বিদায় ও নবাগত কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬ টায় পরিদর্শন বাংলোতে লামা বন বিভাগের আয়োজনে সহকারি বন সংরক্ষক খোন্দঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও অফিস সহকারী গাজী গোলাম সরোয়ারের সঞ্চালনায় বন,পরিবেশ, সবুজায়ন, প্রাণ প্রকৃতি সুরক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা, লামা এস.এম কায়সার ও নবাগত কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল।
এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন লামা সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ মনজুরুল ইসলাম, তৈন রেঞ্জ কর্মকর্তা
মোঃ শাহজাহান চৌধুরী, নাইক্ষ্যছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা আবুল হাসেম,লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া,আলীকদম প্রেস ক্লাবের সভাপতি মোঃ মমতাজ উদ্দীন আহমেদ,কাঠ ব্যবসায়ী মাষ্টার আব্দুর শুক্কুর,মাওলানা আবদু শুক্কুর,লামারমূখ বনচৌকি স্টেশন কর্মকর্তা আবদুল কুদ্দুছ, ফরেস্ট গার্ড আবদুল হান্নান, আসুক আহমদসহ রেঞ্জ, বিট কর্মকর্তা, সাংবাদিক,জোত ব্যবসায়ী,সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা আবুল হাসেম,সরই বন (ক্যাম্প) ইনচার্জ মোঃ সানা উল্লাহ।
পৃথক অরেক অনুষ্ঠানে বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় লামা প্রেসক্লাবে লামা সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস.এম.কায়সার বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সে সময় তিনি উভয় অনুষ্ঠানে ভাল কাজের জন্য ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
প্রধান আলাচক হিসেবে উপস্থিত ছিলেন লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, উপজেলা আ,লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য নারী নেত্রী ফাতেমা পারুল, দুই ভাইস চেয়ারম্যান মিল্কি রাণী দাশ ও মোঃ জাহেদ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যানদ্বয় ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেনসহ রেঞ্জ ও বিট কর্মকর্তা,লামা সাংবাদিক সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের সাংবাদিকগণ।
#চলনবিলের আলো / আপন