নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে রুপালী (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। সে আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের ধূলাউড়ী গ্ৰামের সৌদি প্রবাসী খাইরুল ইসলামের স্ত্রী। বুধবার সকাল ১১টার দিকে চিলাহাটি হতে রাজশাহী অভিমুখে বরেন্দ্র ট্রেনে থাঐপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহসানগঞ্জ রেলস্টেশন মাস্টার ছাইফুল ইসলাম জানান, ১১ টার দিকে চিলাহাটি থেকে রাজশাহী অভিমুখে যাওয়া বরেন্দ্র ট্রেনের নিচে পড়ে থাঐপাড়া নামক স্থানে তার মৃত্যু হয়। সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে অবগত করা হয়েছে।