আলমডাংঙ্গা কুষ্টিয়া মহাসড়কের মাঝামাঝি সড়ক দুর্ঘটনায় ইয়ামিন নামের এক মোটরবাইক চালকের মৃত্যু হয়েছে। এবং আহত হয়েছে একজন। আহত ব্যক্তি হলেন মৃত ইয়ামিনের সহধর্মিণী।
জানা যায়,
আলমডাঙ্গা উপজেলা জেহালা ইউনিয়নের মাদারহুদো গ্রামের শেখের আলীর ছেলে ইয়ামিন হোসেন (৪০) এবং তার স্বহধর্মীনি বুলবুলি খাতুন(৪৬) মোটরবাইকে করে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এক আত্মীয়র মৃত্যুর খবর পেয়ে তারা ছুটে আসে এবং লাশ দাফন কাজ শেষ করে তারা দুজনে বেলা আনুমানিক সাড়ে-১০ টার দিকে স্বামী ইয়ামিন ও তার সহধর্মিণী বুলবুলি খাতুন মোটরসাইকেলে বাড়ী ফেরার উদ্দেশ্য পথে রওনা দেয়।
সহধর্মিণী দুজনে,
জগনাথপুর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালেই আলমডাঙ্গা টু-কুষ্টিয়া যাত্রীবাহি বাস দ্রুত গতিতে এসে সামনে থেকে ধাক্কা দেয়, যাহার গাড়ীর নম্বর-(টাঙ্গাইল- ব-১১-০০১৭),এবং
ধাক্কার সাথে সাথে রাস্তার পাশে পড়ে যায়। আশেপাশের লোকজন অবস্থা দেখে দুজনকে দ্রত আলমডাংঙ্গা ফাতেমা হাসপাতালে নেয়, এবং চিকিৎসক তাকে দেখে সেখানেই মৃত ঘোষণা করেন।
আহত স্ত্রী বুলবুলি খাতুন কে প্রার্থমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
এ বিষয় টি নিয়ে থানায় মামলা মকদ্দমা করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন