বরিশালের গৌরনদী উপজেলার স্কুল ও কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অর্থায়নে বিজ্ঞান বিষয়ক কুইজ ও ষষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা-২০২১ ও পুরস্কার বিতরণ অনুষ্টান দুই দিন ব্যাপী সমাপ্ত হয়েছে।
উপজেলা প্রশাসনের ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্টান সোমবার সকালে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল জলিল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।