বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুস সত্তার ফকির (৭০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রবিবার দিবাগত রাত ১টায় নগরবাড়ি গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সোমবার বাদ জোহর নগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আব্দুস সত্তার ফকিরের জানাজা শেষে উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মিয়া, সাধারণ সম্পাদক সরদার হারুন রানাসহ দলের নেতৃবৃন্দ।