পাবনার চাটমোহরে রবিবার (২৭ সেপ্টম্বর) সকালে সড়ক দুর্ঘটনায় আলফা বেগম (৩২) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত মহিলা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কালিয়াকর গ্রামের মোস্তফা সরকারের স্ত্রী। ঘটনাটি ঘটেছে, চাটমোহর-টেবুনিয়া সড়কের চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের মহেষপুর এলাকায় আব্দুল জলিলের বাড়ির সামনে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, যাত্রীবাহি সিএনজি ভাঙ্গুড়া থেকে পাবনা শহরের উদ্যোশে যাচ্ছিলেন এমতাবস্থায় চাটমোহর মহেষপুর নামকস্থানে একটি মাছের পোনাবাহি পিকাব পিছন দিক থেকে এসে সি,এন, জিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সিএনজি যাত্রী আলফা খাতুন (৩২) তার বোন ও মেয়ে গুরুত্বর আহত হয়। এসময় ঘাতক চালক তার পিকাব গাড়ি রেখে পালিয়ে যায়।
স্থানীয়রা উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করলে আলফা খাতুনকে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এব্যাপারে চাটমোহর থানার এস আই সুব্রত জানান, পিকাব ও সিএনজি থানায় রাখা হয়েছে। চালক পলাতক রয়েছে৷
#চলনবিলের আলো / আপন