ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় শিহাব উদ্দিন (১৭) নামের এক বাইক চালক নিহত হয়। নিহত শিহাব উদ্দিন উপজেলার চারআনি পাড়ার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল ইসলামের পুত্র।
এলাকাবাসী জানায়, রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকায় নিজ স্লো গতিতে বাইক চালিয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্য রওনা হলে ময়মনসিংহ – কিশোরগঞ্জ মহাসড়কের ম্যারেঙ্গা নামক স্থানে পেছন দিক থেকে একটি অটো রিক্সায় ধাক্কা দিলে নিহত শিহাব বাইক থেকে রাস্তায় পড়ে মাথায় গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয় এবং একটি হাত ভেঙে যায়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিহাবের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজের প্রেরণ করেন। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান জানান, রিপোর্ট লেখা পর্যন্ত তিনি এ বিষয়ে এখনো কোন তথ্য পাননি।
#চলনবিলের আলো / আপন