গোপালপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. আব্দুস সোবহান (৫৫) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি গোপালপুর পৌরশহরের ডুবাইল গ্রামের বাসিন্দা ছিলেন। নিহতের ছেলে গোপালপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন জানান, আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আমাদের নিজস্ব একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তিনি ডুবাইল বাজারে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ কয়েকটি ছাগল সড়কে দৌড়ে আসে। চালক ব্রেক কষলে অটোরিকশাটি সড়কে উল্টে পড়ে এবং আমার পিতা মাথায় আঘাত পেয়ে মারাত্মক আহত হোন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আব্দুস সোবহানের জানাজা বাদ এশা ডুবাইল হাইস্কুলে অনুষ্ঠিত হওয়ার পর সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
#চলনবিলের আলো / আপন