সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

ই-পেপার

নতুনধারা রংপুর-রাজশাহীর সমন্বয়কারী হলেন নিপা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৯:০১ অপরাহ্ণ

নতুনধারা বাংলাদেশ এনডিবির রাজনৈতিক কর্মসূচি গতিশীল করার লক্ষ্যে রংপুর-রাজশাহীর সমন্বয়কারী হয়েছেন নিপা পারভীন। ২৩ সেপ্টেম্বর বিকাল ৩ টায় নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী স্বাক্ষরিত মনোনয়নপত্রে এই নির্দেশনা দিয়েছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত চলমান ‘রাজনীতিক সংগ্রহ কর্মসূচি’র ধারাবাহিকতায়  ‘বায়ান্নকে প্রেরণা-একাত্তরকে চেতনা ও জাতীয় বীরদের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দারিদ্র-দুর্নীতি-বেকারত্ব-খুন-গুমমুক্ত দেশ গড়ার জন্য নিবেদিত রংপুর ও রাজশাহীর যে কোন নাগরিক ০১৯৭২৭৪০০১৫ নম্বরে এসএমএস করলে সদস্য করে নেয়া হবে।

উল্লেখ্য, নিপা পারভীন এর আগে জাতীয় শিক্ষাধারা রাজশাহী বিশ^বিদ্যালয়ের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে অতিতের সকল কমিটি বিলুপ্ত করে রংপুর ও রাজশাহীতে বিভাগ- জেলা ও উপজেলা কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন নতুনধারার মুখপাত্র শান্তা ফারজানা। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর