আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গার রেলসড়ক পার হতে গিয়ে ট্রেনে ধাক্কা লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বিকেল সাড়ে তিনটার সময় এ ঘটনা ঘটে। জানা যায়, প্লাটফর্ম -২ অবস্থান নিয়ে দাড়িয়েছিল রকেট ট্রেন।এ সময় বৃদ্ধ ব্যক্তিটি ২নং প্লাটফর্ম থেকে ১নং প্লাটফর্ম অতিক্রমের চেষ্টা করলে এমতাবস্থায়, সৈয়দপুর থেকে ছেড়ে আসা রুপসা ট্রেনটি দ্রুত গতিতে ছেড়ে চলে আসায় বৃদ্ধ ব্যক্তির ধাক্কা লাগে এবং রেললাইনের পাশে পড়ে যায়। সাথে-সাথে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনা দেখে স্থানীয় লোকজন বৃদ্ধটিকে প্লাটফর্মের উপর তুলে নিয়ে আসে।ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসে আলমডাঙ্গা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। মৃত বৃদ্ধ ব্যক্তিটির এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।
#চলনবিলের আলো / আপন