আটোয়ারীতে ঔষধ প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৬ ঔষধ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন, ঠাকুরগাঁও ঔষধ প্রশাসনের ঔষধ তত্বাবধায়ক(ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম ও আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু তাহের মোঃ সামসুজ্জামান। অভিযান পরিচালনার সময় ১৯৪০ সালের ঔষধ আইনের ১৮(ক,খ)/২৭ ধারা লঙ্ঘনের অপরাধে ফকিরগঞ্জ বাজারের মেহেক ফার্মেসীকে ১৫০০/-টাকা, রাজ ফার্মেসী ১০০০/-টাকা, রিয়াজ মেডিকেল হল ৫০০০/- টাকা, এবং ১৯৪০ সালের ঔষধ আইনের ১৮(ক,গ)/২৭ ধারা লঙ্ঘনের অপরাধে সজিব মেডিসিন কর্ণার ৩০০০/-টাকা, লাবিব ফার্মেসী ১০০০/- ও মেডিসিন মার্টকে ১০০০/- টাকা করে জরিমানা করা হয়।